ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথি
এইদিনে জন্মিলেন কৃষ্ণ মহাদ্যুতি।
কংসের কারাগারে দেবকীর কোলে
বাসুদেব পিতা সুখে কষ্টগুলো ভোলে।
দৈববাণী শুনে কংস পাগল হয়ে পড়ে
শিশু হত্যা শুরু করে গোকুলের ঘরে।
ছলনার কতো বাধা কৃষ্ণ জয়ী বটে
বীরত্বের ছাপ রাখেন যমুনার তটে।
গোকুলের ঘরে ঘরে কৃষ্ণ রাখাল রাজা
অন্যায় আর অবিচারে দিতেন তারে সাজা।
রাধাকৃষ্ণের মধুর প্রেমে খুশি ধরাধাম
তবু তাঁরা বিরহেতে দেয় প্রেমের দাম।
দুষ্টের দমন আর শিষ্ঠের পালন
এই করে জগতে আসে সুখ শাসন।
অত্যাচারী কংস আর কতো দুর্যোধন
একে একে বিনাশ আর সত্যের লালন।
আজও তুমি শ্রেষ্ঠ মানবের মাঝে
নারায়ন, বিষ্ণু তুমি তোমার বাঁশি বাজে।