হিংসুটে সেই কবি তুমি
নিজকে মহান ভাবো,
তোমার পথে আসলে কেহ
তাহার মাথা কাটো।

নিজে একা লম্বা হবে
দেশের সেরা কবি,
নবীন শিশুর লেখালেখি
বলছো-ছাগল ছবি।

একদিনে কেউ হয়না কবি
বলতে পারো তুমি?
তবে কেনো তাচ্ছিল্যভাব
ওহে কবি সুমি?

মনের ময়লা ঝেড়ে ফেলো
তবেই বড় হবি,
কাক হয়েই কাকের মাংস
গিলছো ওহে কবি!