বোশেখ মাসে মেলা বসে
কাফুরকাঠির গাঁয়,
খোকা খুকি মায়ের সাথে
অই সে মেলায় যায়।
শীতল মায়ের অর্চনা হয়
মায়ের রাঙা পায়,
দশেমিলে মায়েরা সব
হয়লা কীর্ত্তন গায়।
খোকা খুকি খুশিতে আজ
মন্ডা মিঠাই খায়,
খেলনা কেনে একের পর এক
আরও একটা চায়।
হরেক রকম গৃহস্থালির
দোকান ভরে যায়,
মা বোনেরা ভির করে সব
ওসব দোকানটায়।
মাটির পুতুল গ্যাসের বেলুন
প্লাস্টিকের গাড়ি,
খোকা খুকি নাচতে নাচতে
ফিরে আসে বাড়ি।
গাঁয়ের মেলার ঐতিহ্য আজ
আগের মতন নেই,
কী জানি কী কলকাঠিতে
পাইনে খুঁজে সেই।
বিজন বেপারী
ঝালকাঠি, বরিশাল।