ফুল বাগানে ফুলের মেলা
গাঁও গেরামের দেশে
চলতি পথে মন ভুলে যায়
দিগন্তে নীল মেশে।

ডালিয়া ফুল হরেক গাঁদা
কসমস কৃষ্ণকলি
আরও ফোটে চন্দ্রমল্লিকা
গোলাপের অ‌ই  কলি।

ফুলের গন্ধে বাতাস ভারী
হাসনাহেনা রাতে
ফুলপরী আর খোকাখুকি
মহানন্দে মাতে।

বিজন বেপারী
ঝালকাঠি, বরিশাল