ঈদ মোবারক জানাই সবে
আজকে খুশির ঈদ,
কোলাকুলি ভালোবাসায়
পূর্ণ করি হৃদ।
রাম রহিমে পাশাপাশি
ঈদের সেমাই খাচ্ছে,
আবার দেখি ঈদের যাকাত
গোপালের বউ পাচ্ছে।
ঈদের খুশি সবার ঘরে
মিলনমেলা খুলছে,
এটা দেখে খুশিতে চাঁদ
আনন্দে যে দুলছে।
ঈদ মোবারক আজকে দিনে
পরাণ দিছি খুলে,
ধনী গরীব সমান মানুষ
না যাই যেন ভুলে।
ভাগ করে নেই একটু খুশি
আজকে খুশির দিনে,
অই বিধাতা তবেই সেদিন
নিবেন আমায় চিনে।