মেট্রো রেলে চড়বে এবার
ঢাকায় নর-নারী,
নিমিষেই পৌঁছে যাবে
গন্তব্যে তাঁর বাড়ি।

স্বপ্ন পূরণ হলোই তবে
শেখ হাসিনার হাতে,
দেশের মানুষ প্রথম পেয়ে
খুশিতে মন মাতে।

ট্রাফিকে আর জ্যাম হবে না
ঘুঁচবে ধকল দিন,
বাঁচবে সময় আরও টাকা
মনে প্রমোদ বিণ।

আকাশ দিয়ে পাতাল ফুঁড়ে
চলবে এমন রেল,
ঢাকা এবার বদলে যাবে
দ্যাখো রেলের খেল!