ধর্ম নিয়ে ভন্ডনীতি
কোন ধর্মে নাই,
না জেনে গীতা-কোরান
বিপথে তুমি ভাই।
পরের জন্যে কাটলে কুয়া
নিস্তার তোমার কই?
আজ কিংবা কাল তুমি
পড়বে কুয়ায় সেই।
মসজিদ যেমন আল্লাহর ঘর
হৃদ মাঝারে রাখ,
মন্দির তেমন দেবালয়
সমান মনে ভাব।
আল্লাহ যেই ঈশ্বরও সেই
আলেম-ঋষি বলে,
তবে কেন হিন্দু-মুসলিম
বিভেদ রাখ মনে?
যার ধর্ম তিনিই বাঁচান
আল্লাহ কিংবা ভগবান,
তুমি আমি অতি তুচ্ছ
পারি কী কোন সমাধান?
ধর্ম থাকুক হৃদয়ে মম
হোকনা আযান মসজিদে,
সবাই মোরা ভাই-ভাই
প্রার্থণা চলুক মন্দিরে।।
ঝালকাঠি।
তাং-২৩/১০/২০২১.