এই সমাজে সমাজপতি
সবচে খুশি থাকে
চালাক বেঁচে সমাজটাকে
তার বশেই রাখে।

পরের টাকা ছলা কলায়
আপন করে চায়
পরের ধনে ফুটানি দেয়
নামাবলি গায়।

সরলতার নিয়ে সুযোগ
নিজের স্বার্থ ভরে
রুধির লোক‌ও কাটা পড়ে
থেকে এক‌ই ঘরে।

ঝড়ের বেগে পড়লে আম
ভগবান‌ তো সাজে
ধরে মাছ ছোঁয় না যে পানি
বুদ্ধিটা তার বাজে।