ছাত্র-ছাত্রীর ঢল নেমেছে
পথের দু'পাশ ধরে,
খোশগল্পে আজ ব্যস্ত সবাই
বন্ধুর গলা ধরে।

লাল,নীলে আর হলুদ সবুজ
কতো প্রজাপতি,
আলোর মিছিল দিচ্ছে ওরা
সকল কোমলমতি।

প্রাণে প্রাণে উঠছে ভরে
শূন্য বিদ্যালয়,
হাঁসি খুশি ভরে থাকুক
জীবন আঙিনায়।

এ পথ যেনো হয় না শেষ আর
চলুক নিরবধি
আলোর মশাল পথিক তুমি
তুমি সাগর নদী।