মাঘ মাসেতে শুক্ল পক্ষে
আসেন দেবী পঞ্চমীতে,
বিদ্যাদেবী সরস্বতী
জগৎজোড়া অধিষ্ঠিতে।
বীণা একটা হাতে তাঁহার
রাজহাঁস তার বাহন বটে,
পেতে আশীষ মায়ের হাতে
আহ্বান করি মানষপটে।
ছোট্ট খোকা খুব তো খুশি
পেয়েছে আজ হাতেখড়ি,
বিদ্যালয়ে ভর্তি হয়ে
এবার নেবে জীবন গড়ি।
রূপে গুণে বিদ্যা বুদ্ধি
বিলান সবে সরস্বতী,
ভক্তি ভরে মা'কে ডাকেন
তিনিই তাঁর প্রিয় অতি।
বিজন বেপারী
শিক্ষক ও কবি
ঝালকাঠি, বরিশাল।
01718859754.