লাঠির জোরে চলছে দাদু
মনে অনেক আশা,
এমনি করে হেঁটেই যাবেন
টার্গেট কীর্ত্তিপাশা।
বাজার করে নাস্তা খেয়ে
আসবেন আবার হেঁটে,
সাথে থাকা জোয়ানেরা
শুনে পড়ে কেটে।
আজকে যারা জোয়ান তারা
হাঁটতে যে পায় ভয়,
বৃদ্ধ দাদু বলেন ডেকে
ক্যামনে করবে জয়?
হেঁটে গেছি বরিশালে
আইছি আবার ফিরে,
তাইতো আজও সাহস যে পাই
আশিতে তাই ধীরে।