অই দেখা যায় নতুন আলো
পূর্ব কোনে,
ভোরের পাখি মাতাল গানে
ঊষা শোনে।
পথের ধারে ঘাস ফুলেতে
বর্ষ বরণ,
গাঁয়ের মেয়ে ফুলের সাজে
হৃদয় হরণ।
নতুন ফুলে নতুন ফলে
বাঁচে ভূবন,
ফুলেফলে সেজে উঠুক
হাসুক জীবন ।
নতুন বর্ষ নতুন হর্ষ
আনো প্রাণে,
সবার জীবন তাজা ফুলের
ভরুক ঘ্রানে।