নজরুল তুমি প্রিয়ার হাতের মালা
কিশোর বেলার যাত্রা গানের পালা।
ছোট্ট খোকার মনের ইচ্ছা পূর্ণ
সমাজপতির মিথ্যে দম্ভ চূর্ণ।

নজরুল তুমি ভাঙলে শেকল রুদ্ধ
অন্যায় যেথা শাসন শোষণ যুদ্ধ।
গরীব দুখীর বুকের সাহস অস্ত্র
তুমিই তাদের অন্ন এবং বস্ত্র।

নজরুল তুমি সম্প্রীতির‌ই ঝান্ডা
তোমার কলমে পশুত্ব হয় ঠান্ডা।
হিন্দু মুসলিম মানব প্রেমে আধার
নজরুল কানাই কলি যুগের রাধার।

বিজন বেপারী
মাত্রাবৃত্ত