নিজের বিপদ এলেই মানুষ
বোঝে কেমন জ্বালা,
সকাল দুপুর ফোন করে সে
নেইতো কানে তালা।

আমার বিপদ হাজার ফোনে
পাইনে খুঁজে তারে,
ইচ্ছে খুশি বুঝায় আমায়
নেইতো মোবাইল ধারে।

বিপদ এলে আমায় খুঁজিস ?
দিনে রাতে ফোনে,
সুখের সময় খুঁজলি না তো
অকৃতজ্ঞ মনে।