পুজোর বাজার করতে হবে
নতুন জামা জুতো
দামটা লেখা ইচ্ছে মতো
হয়না মনোপুত।

এ দোকানে ও দোকানে
ঘুরলাম অনেক ক্ষণ
হাঁটাহাঁটি সার হলো তাই
বেজায় খারাপ মন।

নতুন তেমন নেই কালেকশন
সব দেখি ভাই আগের
দোকানেও কাস্টমার নেই
ব্যস্ত আপন ভাগের।

দ্রব্যের যেমন দাম বেড়েছে
পকেটে নেই টাকা
সময় এখন বেঁচে থাকার
ঘুরুক সময় চাকা।