ফাগুন এলেই আগুন ঝরে
বসন্তের অই কোকিল ডাকে,
বৃক্ষ সাজে কিশলয়ে
খেলছে শিশু পথের বাঁকে।
হলুদ গাঁদা ফুলের মেলা
শোভা ছড়ায় গাঁয়ের ধারে,
দুপুর বেলার তপ্ত রোদে
কৃষক শ্রমিক সইতে নারে।
খাঁ খাঁ করে শূন্য যে মাঠ
ফাটল ধরায় তার বুকেতে,
হলদে শাড়ি হলুদ ফুলে
বসন্ত রূপ ওই মুখেতে।