এই ভাবি তুমি এলে
দেখি দ্বার খুলে
ক‌ই তুমি না গো না
কাঁদি আঁখি তুলে।