আসলো আবার বছর ঘুরে
সেই সিয়ামের মাস,
আত্ম শোধন করলে হাসিল
স্বর্গে হবে বাস।

লোক দেখানো রাখলে রোজা
হবেনা কাজের কাজ,
দেখার যিনি দেখছেন তিনি
হ‌ইও না  ফাঁকিবাজ।

আত্মসংযম করবে তুমি
দান করবে দ্বীনে,
ঈদের দিনে ধনী-গরীব
চলবে মিলে মিশে।