চোখের  বরষা আজ সংগোপনে
হৃদয় কাঁদে অস্থিরতায়
কি ভুলে অচৈতন্য?
মনে বিষের অনল জ্বালিয়ে মারে ওরা!

যাদের ভালোবেসে ছিলাম গহীন সাগর , কংক্রিট পাহাড় আর
মাছের অভয়ারণ্য যেন ক্ষুদ্র হৃদয় দিয়ে।
ওদের খুশিতে কাঁটার আঘাত ফুল ভেবেছি চিরকাল,
কিন্তু একদিন ওরা ছুড়ি নিয়ে আসে....

হায়!কী নিদারুণ বুকফাটা আর্তনাদ!
আজ শূন্যতা ভরা এ বসন্তে
একাকী কাটাই চোখের জলে।