আজকে তুমি ভুলে গেছো
ইতিহাসের কথা,
কেমনে তুমি মানুষ হলে
বাবা মায়ের ব্যথা।

মোটা চালের ফেন খেয়েছো
হলুদ গুঁড়া ভাতে,
কারো কৃপা কারো ত্যাগে
র‌ইলে বেঁচে তাতে।

আজকে তুমি চাকরি করো
মোটা মাইনে আসে,
ধরাকে আজ দাসী ভাবো
শিশির বিন্দু ঘাসে।

অহংকারী হয়েছো আজ
পা পড়ে না নিচে,
মোটা ভাত আর যায়না মুখে
ঘুরতে যাও রোজ বীচে।

অহংকারে পতন আসে
ইতিহাস কয় ডেকে,
এমন দিন‌ও আসতে পারে
ভিক্ষা মাগো হেঁকে ।

বিজন বেপারী
ঝালকাঠি, বরিশাল