ভালোতে বাস করাকে ভালোবাসা নয়,প্রয়োজন একটু ভালো চাওয়া।
ভালোবাসা মানে হতে পারে খারাপের সঙ্গেও জীবন বয়ে যাওয়া,  
খারাপ-ভালো সবই যে পরিপূরক, হ্যা এটাই জীবনে সত্যি,  
প্রেমে মিশে থাকে কখনো মিষ্টি, কখনো বিষাক্ত অনুভূতি।
বিষাদে যখন তীব্র কষ্টের অন্ধকার অসহ্য  গন্ধক নস্যি।
তখনই খুঁজে পাওয়া যায় প্রিয়তমার মিষ্টি হাসি,  
তীব্র দুর্ভোগে যখন মনে জোয়ার ভাটার দুঃখ গ্লানি,  
ভালোতে বাস নয়; ভালোবাসা! চিরন্তন অভিমানী।
শুধু ভালোতেই কি বাস করা যায়?  
না, ভালোবাসা খারাপের সাথেও ফুলের মতো প্রস্ফুটিত হয়,  
যতটা ক্ষণস্থায়ী, ততটাই চিরন্তন ,  
সকল অশান্তি ও সুখের আবেশেই  জীবন।
শুধু আনন্দেই কি পূর্ণতা আসে ভালবাসায়?  
অন্ধকারে খুঁজে পাওয়া মন্ত্রই তো প্রদীপ জ্বালায় ,  
যতবার  নীল  আকাশের নিচে হারাতে চাই,
ততবার যেন তৃষ্ণার্ত চাতকের মতো বৃষ্টি পাই ,  
যে ভালোবাসা রক্তিম কৃষ্ণচূড়ায় কখনো পলাশের গন্ধ পূর্ণ,
কখনো কেতক কেতকীর চোখাচোখিতে অসম্পূর্ণ ।
যখন ব্যথা আসে, চোখে জল ঝরে যায়,  
তখনই ভালোবাসার শাশ্বত রূপ দেখা যায়,  
শুধু আনন্দ নয়, ব্যথাও সেই বেহুলার সঙ্গী,  
দ্বিধাবিভক্ত জীবনই ভালোবাসার বেজে ওঠা সারেঙ্গী।
খারাপই হতে পারে জীবন,গোপনে বেসুর বাজে সেতারে।
তবুও সেই ধারাপাঠ রচিত হয় প্রেমের সুরে।
সত্যিকারের ভালোবাসা একে অপরের সঞ্চারী,
দুঃখে আনন্দে একত্রে সহ্য করা, সহপথচারি।
ভালোবাসা তো শুধু হাসি-আনন্দের ফুল নয়,গ্রষ্মের ঝড়ের,শীতের তুষারের ছোঁয়ায়,  
যতবার ভেঙে পড়ে,ততবার উঠে দাঁড়ায়,  
এটাই তো সেই স্বর্গীয় ভালোবাসা,  
চাঁদের আলোয়  ন্যায় অপরাজিতার ভাষা।
তবুও, ভালোবাসা যেন এক অমলিন নদী,  
গান গেয়ে যায় মৌমাছি গুনগুন সুরে যদি ।
যত তীব্রই হোকনা অনুভূতি,রামধনু মেঘে আঁকে দিগন্ত,
একখনো থেমে থাকে না,চলতে থাকে কয়েক মাইল অবিরত।  
ভালো আর খারাপ মিলেই মনে সেতু বন্ধন হয়,  
দ্বৈত্য সম্মিলনে তখন ভালোবাসার সঙ্গীত সৃষ্টি হয়।