কারা যেন ভালোবেসে বলেছিল -
"অনেক ভালোবাসি, অনেক ;অনেক"...
অশ্রু বিলাবো না;  
তারপর তারা আর ফিরে এল না,  
জীবনের পথে একা চললাম,একা হয়ে,
একা; শুধুই একা হয়ে।

তারা ছিল আলোর মতো, ভরা রাতে
আঁধারের বুক চিরে জ্বলে উঠত তারা,  
কিন্তু একদিন অদৃশ্য হয়ে গেল,  
এখন আমি শুধু নিভৃতে থাকি, কেবল তারা গুনবো বলে।  

আসেনি আর সেই ভালোবাসার কথা,  
হৃদয়ের গহীনে শুধু নিঃশব্দ বিরহ,  
তবে তারা ছিল, আছে এবং থাকবে,  
আমার মাঝে, চিরকাল, এক মধুর বিষণ্ণতা।  

হে ভালোবাসা, হে আলো, ফিরে এসো,  
শুধু একবার, এই পথের শেষে।
নিভৃতে নীরবে কারা যেন ভালোবেসে বলেছিল,আরেকবার ,আরো একবার,"আমি তোমার পাশে"।

-----------------------------------------------------------