ভালোবাসা মরে গেছে, ভাতের থালায় ক্ষুধা,
মন্দ লোকের মুখে হাসি, টাকায় খাচ্ছে সুধা
ধর্ম পুঁজি, স্বার্থ খেলা, গড়ে তোলে প্রাচীর,
মানবতা খোঁজে আলো,মন মদিনায় হাজির।
কোথায় পাবো পথের দিশা?
আলো নিয়ে কাদের আসা?
শুধুই মন্দের রাজ্য জুড়ে
ভালো থাকা যেন বৃথা।
গাড়ি চড়ে দূর আকাশে, মত্ত মদের স্রোত,
সত্যি কথা মুখ ফুটলেই,জোটে কেবলই হোঁচট।
মিথ্যের মঞ্চে বাহবা পায়, সততার নেই কেউ সাথি,
অন্ধকারেই রয়ে গেলাম—এটাই বুঝি পরিণতি?
কোথায় পাবো পথের দিশা?
আলো নিয়ে কাদের আসা?
শুধুই মন্দের রাজ্য জুড়ে
ভালো থাকা যেন বৃথা।
আকাশ ছোঁয়া অট্টালিকায়, সুখের নেই তো বাস,
বাইরে ঝলমল আলোর খেলা, ভেতরে শুধুই হতাশ।
হৃদয়হীন এক পৃথিবীতে, কাঁদছে আশা-তরী,
তবু মন বলে—একদিন বুঝি, বদলাবে সবই কড়ি!
কোথায় পাবো পথের দিশা?
আলো নিয়ে কাদের আসা?
শুধুই মন্দের রাজ্য জুড়ে
ভালো থাকা যেন বৃথা।