নীল আকাশের নীচে তুমি, সরষে ফুলের বুকে,
সোনার রঙে জ্বলছো মেঘের হালকা ছোঁয়ার সুখে।
বাতাস ছুঁয়ে যায় চুল, সুবাস ছড়ায় ধীরে,
ফুলের রাজ্যে দাঁড়িয়ে তুমি, রূপ যেন টেনে ধরে।
রোদ্দুর মাখা হাসি তোমার, সকাল বেলার গান,
তোমায় দেখে জেগে ওঠে হৃদয়ের সকল প্রাণ।
নয়ন তোমার চাঁদের মতো, শুভ্র আলো ঝরে,
স্বপ্ন সাজাও বসন্ত বুকে, রঙিন রূপের ঘরে।
নীল আকাশও হেরেছে হার, তোমার রূপের ছোঁয়ায়,
সরষে ক্ষেতে দোলে সুর, বাতাস গানে বয়ে যায়।