কুমোরের ঘরে কাদায় গড়ে ,
সভ্যতার শিল্প!
কবিও আজ কাদার থেকে ,
অকালে অকালপক্ক।
সকল শিশু কাদার মতো ,
ফুলের ন্যায় বন্য।
মনুষত্বের বদমেজাজে,
ওই শিশুটি আজ অন্য।।
শিশু মানে চঞ্চলতায় ,
প্রাণজ্জ্বল হাসি।
শিশু মানে হৃদয়কাশে,
আনন্দ রাশি রাশি।।
নিষ্ঠা ভরা সরল প্রাণে,
পবিত্রতার গান।
তাকিয়ে দেখো শিশুর প্রাণে,
কাঁদছে ভগবান ।।
নরম নরম তুলোর মতো ,
রক্ত মাংসের কাদা।
জোছনার চোখে মিটিমিটি,
মনের মলিন সাদা।।
মলিন মানে মনের মাঝে ,
উপছে অন্ধকার।
মলিন মানে শক্ত হাতে ,
খুণ আর অবিচার।।
মলিন মানে স্বার্থপরতা ,
নিজের নিজের ভাব।
মলিনতা অভিসম্ভাবি ,
শিবত্বের অভাব ।।
শিব মানে সুন্দর শিশু ,
সত্য সনাতন ।
শিবই আদি শিশু রূপে,
জীবন্ত ঈশ্বর দৃশ্যায়ন।।
শিবই সুখ ,শিবই শান্তি ,
শিবই পরম ব্রহ্ম।
ভালোবাসাই শিশুর প্রতি ,
শিব সেবার ধর্ম।।
শিশুরাজে কবির কাছে,
ভালোবাসার দান।
শিশুর সাথে কাদা মেখে ,
ফেরে শৈশব জ্ঞান।।
যেই শিশুটা আদর মেখে,
মাতিয়ে রাখতো ঘর।
ধমক দিয়ে মলিনতায় ,
করলে তাকে পর।।
হিংসা-ঈর্ষা বড়ো মানুষে ,
উপছে কাকোদর।
শিশুর মনে কষ্ট হানে,
বড়োদের অনাদর।
আমরা তো তার আপন ছিলাম,
মনে মনে মেলা।
শিশুটির কি দোষ ছিল যে ,
করলে অবহেলা?
১৯/১২/২১