শিব অর্থ সৌম্য বালক সত্য সনাতন।
শিবই আদি শিব অনাদি, স্রষ্টা দৃশ্যায়ন।।
শিবেই সুখ শিবেই শান্তি শিবই পরম ব্রহ্ম।
শিশুর প্রতি সোহাগ মায়াই শিব সেবার ধর্ম।।
শিশু অর্থ চঞ্চলতা প্রাণোচ্ছল হাসি।
শিশু প্রেমে প্রাপ্তি লভে কেদারনাথ কাশী।।
অনন্ত তে দৃষ্টি দিও তৃতীয় নয়ন খুলে।
বট বা জটে শিব ও শিশুর তফাৎ নাহি মিলে।।
অনাথ শিশু বেজায় খাটে ভাগ্যে সর্বহারা,
অনাহারে জীবন কাটে 'শিশু শ্রমিক' তারা।।
এঁটো কাঁটায় পেট ভরে না কষ্টে কাটে দিন।
ঘুম আসে না গভীর রাতে, আলোর দিশা ক্ষীণ।।
পেটের দায়ে ওরা শ্রমিক, ক্ষুধা শৈশব কাড়ে।
দশ বছরেই বলদ বেশে লাঙল টানে ঘাড়ে।।
দেশ ও জাতির জীবন যারা, হকের অবহেলা।
বন্ধ হবে "শিশুশ্রম" , যদি থাকে সচেতনার জনমেলা।।