"তুই যে আমার প্রানের সানু,"—তোমার এই কথা মিছে।
একলা ফেলে,ঘুমিয়ে গেলে ঐদিন বেলার শেষে।।
শত বসন্ত পেরিয়ে গেলে, ফুরোল জীবন-গান।
ঠাকুমা তুমি হারিয়ে গেলে রয়ে স্মৃতির অভিমান।।
নিথর শয্যায় ঘুমিয়ে তোমার হাঁসি মাখা মুখ।
তোমার ছোঁয়া পাবো না আর,থাকবে না যে সুখ।।
চিতা জ্বলল, শেষ..প্রদীপ নিভল ধীরে,
তবু ঠাকুমা, তুমি থাকবে আমার হৃদয়জুড়ে।
শতবর্ষের আলো ছিলে, অমর হবে ধ্রুব,
নতুন করে সাজিয়ে গুছিয়ে কার ছবি তুলব?
ঠাকুমা তুমি আকাশ হয়েই, নক্ষত্র হয়ে জ্বলো,
শূন্য ঘরে তোমার কথা, বাতাসে যেন ভাসে আলো।
তোমার গল্পে ঘুমিয়ে পড়তাম,কোলে তুলে নিয়ে চাঁদ।
তোমার ছোঁয়ায় শীতল হতো ব্যথায় জর্জর রাত।।
সেই গল্প ফিরবে না আর, ছোঁব না তোমার হাত।
আজ যে মনে হারাই শুধু তুমি শূন্য রাত।।
আমার রান্নার স্বাদ ছিলো নেহাতই মামুলি,
তবু তোমার চোখে ছিলো ভালোবাসার মিষ্টি আলোকলী।
জন্মদিনে আর জ্বলবে না দীপ, আর পাবোনা আশীর্বাদ,
তবু তোমার ছায়ায় কাটবে আমার জীবনের সমস্ত অবসাদ।