একসাথে থেকেও যদি মোবাইলে মগ্ন থাকো,  
প্রেমের গভীরতা তবে কেমন করে আঁকো?  
যতই স্ক্রিনে থাকুক সুখের ছবি,  
বাস্তবের ভালোবাসা হারিয়ে, যাও 'সময়ের ভৈরবী'।


অপ্রয়োজনীয় সন্দেহে মনে যদি সুর বাঁকে,
প্রিয়জনের পোস্টে তবে ভুল ধারণা আঁকে।  
শুধু লাইক আর কমেন্ট! তাতে কি কিছু যায় আসে?  
সম্পর্কের সেতু তখন ভেঙেপড়ে,সবকিছু হারায় অবিশ্বাসে!

অন্যের সাজানো জীবন দেখে যদি হিংসা জাগে,  
নিজের জীবন কেন..কেন কিসে..ছোটো লাগে?  
ভুল তুলনা, শূন্যতা আসে মনের ভিতরে,  
খুঁজে ফিরে সুখ, যা ছিল আগে—নিজেদের ঘরে।

ফিরে আসা পুরনো প্রেম, পুরনো সব স্মৃতি,
এখনো একে অপরকে দেখে অবাক বিভীষিকা দৃষ্টি।
এভাবেই ভাঙে বিশ্বাসের সেতু ,
অতীতকে ফিরিয়ে বর্তমান নষ্টের হেতু।

প্রকাশ্যে ভালোবাসা, চির গোপনীয়তা হারায়,  
নিজস্বতা যেন দূরে ,অনেক দূরে  চলে যায়।  
মনের প্রশান্তি আর ক্ষণিকের আলো,  
এতেই সোশ্যাল মিডিয়া হয়ে উঠে কালো।

লাইক আর কমেন্ট যেন জীবনের লক্ষ্যসার
বাস্তব সম্পর্কের প্রীতি প্রেম আজ ভ্রষ্ট অভিসার!
সমাধান আছে বলি, সহজ ও সরল ভাই,  
বাস্তব জীবনের ভালোবাসা, সোশ্যাল মিডিয়ায় নাই

মোবাইল দূরে রেখে, এসো বাস্তবে মিলি,  
প্রেমের সম্পর্ক গড়ে যেন চিরকাল চলি।  
একমুঠো হাসি আর একসাথে থাকি,  
জীবনকে ভালোবাসো,'fb' ছেড়ে হও বাস্তবে সুখি।