কালো চুলে মেঘের ঢেউ
যত্নে বাঁধা খোঁপা।
বঙ্গ নারী সেজেছে বউ
বেঁধে কাঁটা রূপা।।

কালো চুলে বকুল ফুল
সুগন্ধেতে হই ব্যাকুল।
হলুদ সাজে ফেরাও প্রাণ
ভুলি মুই যন্ত্রনা বান।।


অস্ত যাওয়া বিকেল বেলা।
খোলা চুলে মনোহরা
মুক্ত পিঠ যেন মধু সরা
স্পর্শ , চুমে করে খেলা।।

প্রণয় ভরা লেখা হতে
দিলাম চিঠি আমি।
তুমি আমার নিবিষ্টতায়
সবার থেকে দামী।