শরৎ কালে শিশিরের রং,
রাঙিয়ে দিল ঘাসেতে।
বাংলা মায়ের চরণ ধুলি,
সবাই নেয় মাথাতে।।
কিশলয়ের মুখে হাসি,
পেয়ে নতুন জামা।
শিউলি ফুলের গন্ধ মেখে ,
বাঙালির মুখে মা ... মা!
কৃপা করো মাগো .স্নেহময়ী,
এ বঙ্গ সন্তানে।
যেন থাকে মন, শ্রদ্ধা ,ভক্তি ;
পরমধর্ম বন্ধনে।।
সর্ব্বভূতে বিরাজ তুমি,
ব্যপ্তি ভুবনময়ী।
লক্ষ্মী রূপে ব্রহ্ম স্বরূপি,
মহামায়া চিন্ময়ী ।।
কাত্তু, গণেশ , সরস্বতী;
বানায় শিল্পী স্টাইলে।
ভক্তি - তক্তি হারিয়ে গেছে,
জাকজমোকের অন্দলে।।
ঢাক গুর গুর , ঢাকের তালে ;
নাচবে সবাই আনন্দে ।
দুর্গা পূজা আর দেরি নেই ,
থাকুন সবাই সানন্দে।।