শিশুর মায়ের চিৎকার শোনা,
বুকের ব্যথা কারো কি জানা?
ভুল চিকিৎসার এই পরিণাম,
শাস্তি না হলে কি থামবে দুষ্কাম?
ফুলের মতো ফুটেছিল প্রাণ,
স্নেহের আঁচলে স্বপ্নে ম্লান।
কিন্তু কিছু শয়তান মূখ
কেড়ে নিল হায় মায়ের সুখ।
পরিবারের হাঁসি যেথা,
সেখানে আজ কান্না বহা।
সন্তানের মুখে মায়ের ডাক,
কিন্তু ফিরবে না সে আর হায়!
নির্দয় হাতে নিভলো প্রাণ,
চোখে এলো অশ্রুর বান।
ব্লেডের নিচে খেললো যে খেলা,
বিচার না পেলে থামবে না মেলা!
হাত কাঁপেনি যাদের ভুল করতে,
সেই হাত কি এবার শাস্তি পাবে?
রক্তে ভিজেছে হাসপাতালের মাটি,
ন্যায়বিচার কি তবে চাপা রবে?
নিশ্বাস থেমেছে, কান্না থামেনি,
একটি শিশুর মাতৃহারা ডাক ,হায়!
জবাব চাই, ন্যায়বিচার চাই,
এই অন্যায়ের শেষ কোথায়?
ডাক্তার নয়, ওরা খুনি,
শাস্তি চাই, রবে না গ্লানি!
ন্যায়বিচার চাই, দাবি জানাই,
অন্যায়ের কাছে মাথা না নোয়াই।
প্রতিবাদ হবে তীব্র ঝড়,
ন্যায়ের পথেই চলবে পর।
এই লড়াইয়ে থাকবো জেগে,
অন্যায়ের শিকল ভাঙবো একে!