ও কবি, তোর ভাবনা মিছে, পাষাণ হৃদয় সমুদ্র হোক,  
আশার গুড়ে বালিই পাবি,করবি তুমুল মাতাল শোক।  
মিছে স্বপনে ভাসিস কেন,করিস কেন এই আবেশ?  
এই জগতে সত্য শুধু,'হিংসা - দ্বেষ' আর 'শোক ও ক্লেশ'।  

অন্ধ কলি, শোন রে বলি, করিস নাকো ভয়,
মিথ্যে মোহের আঁধার ভেঙে আনবি আলো নবময়।
হিংসা-দ্বেষের শিকল ভাঙি চল রে নতুন দিনে,
ভালোবাসার জয় হোক আজ, ঘৃণা থাক ষট্ কুজনে ।
স্বপ্ন ছিল, আশাও ছিল, ছিল মনে কত আশা,  
কিন্তু দেখিস—তোরই পাশে, অন্ধকারের সর্বনাশা।  
সত্য মোরা দেখেছি বহু, শুনেছি গুণীজনের বাণী,  
কিন্তু কেন, এতো ভেবে, হারালি তোর প্রাণখানি?  

অন্ধ কলি, শোন রে বলি, এসব দিছি জলাঞ্জলি,  
হিংসা-দ্বেষের আতুর মোরা, চুল হতে নখ মুখের বুলি।  
ভালোবাসা, প্রেম আর আশা, এ যে শুধুই গানের কলি,  
অন্তরেতে তীব্র যন্ত্রণা, হৃদয়জুড়ে বিষের কালি।  

কবি তুই যা লিখিস শুধু, তা কি সত্যি, প্রশ্ন করি,  
তোর কথাতে আছে কি রে, বেঁচে থাকার মন্ত্র জড়ি?  
নিয়তির পথে হেঁটে যাওয়া, এটাই মোদের একমাত্র ধর্ম,  
বাকি সবই মরীচিকা, ভাসিয়ে নেয় দুর্দম স্রোতস্বর্ম।  

তবু কবি, কলম ধরিস, এক বিন্দু আলো জ্বালি,  
হোক না মিছে, স্বপ্ন লিখিস, আঁকিস কিছু রঙিন কালি।  
হয়তো তোর কথার ছোঁয়ায়, জেগে উঠবে ঘুমন্ত প্রাণ,  
তবু তুই দিস না হাল, সত্য তোর সাথে যে জান।  

এ মর্তভূমি স্বপ্নঘেরা, একদিন সব মুছবে মাটি,  
তুই তোর কলমের শক্তিতে, আঁকিস মানবতার ছাঁটি।  
ও কবি, তুই ভাবনা মিছে, তবু আশার আলো জ্বাল,  
হতাশার এ আঁধার ভেঙে, নতুন দিনে বুনিস
কল্পনা জাল।