ভালো মানুষের মুখোশধারি,তোমার মন্দ কথা,
তোমার পিছে গল্প জুড়ে,বিশ্বাসে দেয় ব্যাথা।
যাদের কাছে স্বপ্ন মিছে, তুমিই ছিলে বিশ্বস্ত,
মুখোশ খুলে ফানুস ওড়ায়,যা হয়না সত্য।

বিশ্বাস নেই ভরসাও,আপন -আপন ভাইয়ে।
অটুট ছিল ভালবাসায়,এই হীনতার বিষাদ চেয়ে।
কৌশল নয়,সহজাত হোক এবারে উন্মোচন।
মন্থরার গোপন বৃত্তে,রামের পাশে ভাই লক্ষণ।

বিশ্বাস যেন রামানুজে,কাছের মানুষ বিবেকে,
বুঝেশুনে বন্ধু করো,ঠকবেই তুমি নিন্দুক।
বন্ধুক আর ছুরির থেকেও বিদঘুটে রূপ মানুষে।
সমালোচনায় বাহার সাজায়,এমন মানুষ আসেপাশে।

-------------------------------------------------------