শক্তি শয়ান মূলাধারে,
ঘুম ভাঙে তার যোগের দ্বারে।
তপোবলে, সাধন প্রাণে,
জাগে উজ্জ্বল দীপ্তিমানে।

স্বাধিষ্ঠানে প্রবাহ বয়ে
চেতনার গান মৃদু সুরে গায়ে।
কামনাহীন সেই যোগী প্রাণ,  
ব্রহ্মের পথে ধায় অবিরাম।  

মনিপুরে সূর্য দীপ্ত,
তেজে জ্বলে অগ্নির চিত্র।  
ইড়া-পিঙ্গলা দ্বারে আসে,  
সুষুম্নার মাঝে ধ্যানের ভাষে।

অনাহত চক্রে ধ্বনি বাজে,
'শব্দ ব্রহ্ম'অন্তর মাঝে।
ভক্তি প্রেমের স্রোতে ভেসে,
হৃদয় দোলে আনন্দ রসে।

আজ্ঞাচক্রে চেতনা খোলে,
ত্রিনয়নের আলো জ্বলে।
বিন্দু, নাদ, কালের খেলা,
মোক্ষলাভে মুক্তি মেলা।

সহস্রারে মিলন মেলা,
শক্তির পায়ে শিবের খেলা।
ত্রিলোচনের চরণ ধরে,
সাধক মিশে অনন্ত সাগরে।

শক্তি উঠে শিবের কোলে,  
যোগী ধ্যানে মহাকাল বলে—  
"শিবোহং! শিবোহং" সুখ !  
তুমি সেই ব্রহ্মসত্য রূপ!


সাধনার তপে, শুদ্ধপ্রাণে,  
জাগরণ আসে অন্তর টানে।  
শিব শক্তি একসাথে যখন, 
সত্য জাগে, কাটে মায়াজাল তখন।