কে বলে জীবন শুধুই খেলা?
নিয়তি কি তবে অকারণ ঠেলা?
কেন বা কাঁদে অসহায় জন,
আর কেউ চড়ে সোনার রথে মন?


কেন কেউ রাজা, কেউ পথের ফকির,
কেউ সুখে হাসে, কেউ বেদনায় তাকির?
কেন বা কষ্টে কাটে কারো দিন,
আর কেউ বিলাসে তোলে গৃহসাজ বিন?

  
কারো হাতে সোনা-রুপার ছোঁয়া,
কারো কপালে দারিদ্র্যের রোয়া?
কেন এত ভেদ, কে দেবে উত্তর?  
কর্মই কি তবে বিধির সূত্রধর?

নিশ্চয়ই আছে কর্মের মান,
তাই তো বিধান দেয় ন্যায়ের গান।
যা তুমি দাও, তাই তুমি পাও,
জীবন কর্মের ধারায় বেঁধে নাও।


তাই করো সৎকর্ম, চলো ঠিক পথে,
ফল মিলবে এই ভবেতে তোমার সুমতি-মতে।
ফিরে ফিরে আসে ন্যায়ের ফল,
সদা সত্যের জয়  জয় বল !