মল্লিকা গুলো ফুটেছিল কেন আমাকে বলতে চায় না
প্রয়োজনে শুধু হাতে পায়ে পড়ে,জুড়ে দেয় মেলা বায়না।
সিন্ধুর জলে ভিজিয়েছে চুল,আদরের গুলি খায় না
মরিচের ঝালে বিভোর খেয়াল,মরীচিকা চেয়ে বায়না।
বিলিয়েছে সব জমানো রত্ন নাই কিছু অবশিষ্ট
চাহিদার খেলা সহ্য হয় না, শব্দের ঘায়ে পিষ্ট
আসনের দাবি, আঁচলের চাবি, হারিয়েছে 'উচ্ছিষ্ট'
বিলীনের খোঁজে দিশেহারা মন পেয়েও পায়নি কৃষ্ট।
স্বপ্নের লাশ দাফন হয়নি পচছে সদর দরজায়
পিপীলিকা গুলো ব্যস্ত ভীষণ আপন বাঁচার তরজায়
গুটি কয়বার মিলেছিল সুখ জীবনের কোন পর্যায়
স্বপ্নের লাশ দাফন হবে কি? পচবে সদর দরজায়?