আদ্যি কালে চাকার ব্যাবহার ,
নতুন আবিষ্কার।
গরুর গাড়ি চড়ে মানুষ,
হতো পারাপার।
বিজ্ঞানের উন্নতিতে
চড়ি ট্রামে বাসে।
রাস্তাঘাটে আটকে ভিড়ে,
জ্যাম বাবাজির ফাঁসে।
তাইতো মানুষ উড়ে বেড়ায়
শূন্যে মহাকাশে।
আরো অনেক বেশি ভালো হতো!
তবে আকাশেও ট্র্যাফিক জ্যাম হবার,
ভয়টা হয়তো তাহলে থেকেই যেতো।