হেঁয়ালির কাঁটাগুলো অচিরে সরিয়ে ফেলে উদরে আগুন ভরে আসা যায়।
ধোঁয়াশার বাধা ভেঙে শীতের সন্ধ্যেবেলা পতাকায় মন প্রাণ ঢাকা যায়।
ভিড়ের শব্দ ধ্বনি যক্ষ্মার উপশমের লিখে দেয় শ্লোগানের ফরিয়াদ।
সস্তার জুতো জোড়া লাথিয়ে ভাঙতে পারে রাজপ্রাসাদের কালো বুনিয়াদ।
এসো রাজপথে।

ইতিহাস ঘেঁটে গেছে ধারালো নখের ঘায়ে, লেখা শুধু চেয়ারের জয়গান
ভোরের কাগজ খুলে ঠোঁটস্থ দাস বাবু, গণতন্ত্রকে খুব ভয় পান।
হাতুড়ি পেরেক ধরা মানুষের খোঁজ নাই, কোথা তাজমহলের কারিগর।
কালজয়ী নকশার জীবন্ত প্রতিভাকে খেয়ে গেছে ক্ষমতার অজগর।
এসো রাজপথে।

তুমি নাই আমি নাই শুধু আছে দাদা দিদি, রঙচঙে সস্তার সংসার।
বিচারের তারগুলি হুমকিতে ছিঁড়ে গেছে, বাজে নাকো সাহসের ঝংকার।
শিয়ালের দল নিয়ে খচ্চড় মালগুলো রোজ রাতের বাঁধাধরা চমকায়।
নেশাখোর মহারাজ বৈধতা ফুরিয়েছে, সজোরে মারবো লাথি এসো ভায়।
এসো রাজপথে।

**বাংলা কবিতা স্মারক**