আমার জীবনসঙ্গীর হোক এক শক্তি,
যার হৃদয়ে দেবীপদে অচল ভক্তি।
হৃদয়ে প্রেমের আলো খেলে নীড়ে
যেন ভগবতী রূপ ভোলা মহেশ্বরে।

যার হাতে পুজো ভক্তির সুরে,
যার ধ্যানে মধুর নৈবেদ্য ভরে,
সে হয়ে উঠুক আমার, সঙ্গী জীবনে ,
যার মন ভরে থাকে দেবীর চরণে ।

তার চোখে দীপ্তি, মধুর সুর প্রাণে,
যার হৃদয়ে দেবী পূজা পায় গানে।
যার প্রেমে আঁধার মুক্ত জীবনে,
সুশোভিত যেন হয় রূপে-গুণে।

এমন সঙ্গী যে দেবে শান্তি,
যার সান্নিধ্যে হারায় সব দুঃখ-অশান্তি,
যে ভালবাসবে দেবী, আমি তার সঙ্গে,
পথ চলবে সেও সাথে চিরকাল একসঙ্গে।