মাগো তুমি আসবে বলে..
অসুরেরা তা জানে না ।
নয়তো তোমার  মৌমা পাখির
ধর্ষণ খুন হতো না ।।

মাগো তুমি সিংহে চেপে,
বিচার দিও মৌমিতাকে
ত্রিশূল হাতে বুক বিঁধে দাও
ধর্ষক খুনি অসুরটাকে।।


মাগো তোমার মধুর রূপে
মত্ত ত্রিভূবন ।
অসুর মনের কাম লালসায়,
ধর্ষিত তুমিই সারাক্ষণ ।।

মৃন্ময়ী তুমি চিন্ময়ী রূপে।
বাঁচাও তুমি,টেনে তুলে দ্বীপে।।
মৃত্যুর থেকে অমৃতের পথে ।
নিয়ে চল মাগো তব রণরথে ।।

জানি মাগো তুমি দুর্গতিনাশিনী।
অশুভ শক্তি বিনাশ কারিণী।।
নারী জাতি মাগো তোমাতে ব্যক্ত ।
দূর্গতি শারদী করো হে মুক্ত ।।