ধর্ষিতা নারীর আর্তনাদে কাঁদে আকাশ-বাতাস,
সমাজের নীরবতায় বাড়ে তাদের সর্বনাশ।
বিচারের দাবিতে যতই উঠুক কণ্ঠস্বর,
অন্যায়ের শিকলে রুদ্ধ হয় পথের প্রান্তর।

মোমবাতি জ্বেলে কতশত পথ হেঁটেছি আমরা,
তবু থামে না এই নৃশংসতার এই কালের যাত্রা।
প্রতিবাদের ভাষা বারবার হয় নির্বাক,
ধর্ষকের হাসিতে নুয়ে পড়ে মানবতার দ্যুতিমাখা কাক।

এবার সময় এসেছে জাগার, ভেঙে নিস্তব্ধ রাত,
ন্যায়ের জন্য শাণিত করো এই দৃঢ় প্রতিবাদ।
ধর্ষিতা নয়, হোক ধর্ষকের শাস্তি কঠিন,
তবেই হবে সমাজ এক নতুন ভোরের আশ্বিন।

নারীর প্রতি এই নিষ্ঠুরতার হোক অবসান,
প্রতিটি হৃদয়ে জাগুক মানবতার সম্মান।
ধর্ষিতা নয়, লজ্জা পাক পশুর দল,
ন্যায় প্রতিষ্ঠিত হোক, মুছে যাক আঁধারতল।
------------------------------------------------------------