নিরালোকে বিষণ্ণতায়
কবির চোখে কান্না ।
অন্ধ দুইচোখ তিনজনে ,
আঁধার মেখে আনমনা ।।
অবলীলায় মেঘবিলাসি ,
অর্বাচীনের ঢেঁকুর শ্লেসায় ।
ছিন্নমনে বিষাদমাকড় ,
আলোকবিহিন মুক্তি চায় ।।
অনভিপ্রেত বিভীষিকায় ,
জীবনসুখে বিভ্রম ।
শিরোনামহীন মানুষগুলো ,
উদাহরণে প্যালিনড্রোম ।।
ঘুনেধরা মানুষ ত্রয়ী
দেখার চোখে ঈর্ষা ভয় ।
কারণ খোঁজার নেইগো সাহস ,
অপ্রতুলের ভাবনাশ্রয় ।।
জীবন কবির সূর্যনামা ,
বিষাদ দেহে খান্ত সার ।
দায়মোচি আর অবাঞ্ছিত ,
খোরাক "একের" কাকোদর ।।
ভাগ্যলিপির তুফান মুছে ,
প্রতিকারের সমীকরণ।
ভাবছো ত্রয়ীয়ে গড়মিল সব ,
বিচিত্র ভাব অকারণ ।।
কারণ আছে , ভেবো ত্রয়ী ,
কবি কেন ক্লান্ত ?
ফাঁকা রাস্তা , খালি বারান্দা ,
শূন্য কেন দিগন্ত ?
অন্তরালে তুষে পুড়ে ,
বিবেক মনের কষাঘাত ।
সরল জীবন গড়বে যবে ,
কল্লোল আর যাতায়াত ।।
09/01/22