ভাই-বোনের সম্পর্ক, অদ্ভুত দিগন্তের মিলন,
যতই তর্ক করুক, ভালোবেসে থাকে ভাইবোন।
লড়াইয়ে ঝগড়া, তবুও একে অপরের পাশে,
হৃদয়ে নেই বাঁধা ,শুধুই দুষ্টুমি,খুনসুটিতে মেশে।

ভাইবোনের সম্পর্ক নীল আকাশের চাঁদ-তারার খেলা,
অসংখ্য দ্বন্দ্ব, তবুও মন স্নিগ্ধ, স্নেহের মেলা।
একসঙ্গে হাঁটে, একে অপরের ছায়া,
হৃদয়ে মিশে থাকে চিরন্তন অনুভবের মায়া।

হৃদয়ে বাঁধা মিষ্টি সকল স্মৃতি,সুগন্ধ যেন বকুল শিউলি ফুল,
যতই দূরে যাকনা ভাইবোন,খুনসুটিহীন মনের মন ব্যাকুল
রাগ,অভিমান তবুও পরিশুদ্ধ ,
তীব্র গভীর অমিত শক্তি-বদ্ধ।

একসাথে হাসে, একসাথে কাঁদে,
ঝগড়া করে , হিসেব নেই অকারণ ভালো মন্দে।
এ সম্পর্কের মায়া, অনন্ত এক আশ্রয়,
যেন লক্ষী গণেশ মৃন্ময়ী থেকে চিন্ময়।।

     ~~~~~~~~~~~~~~~~~~~