পৃথিবী আজ অসুস্থ জীর্ণ, ক্লান্ত বিকল দেহ,
মানুষ হারিয়েছে তার হৃদয়ের সুস্থ মনের গৃহ।
প্রতিযোগিতার মত্ততায়, ক্ষতি হোক বা লাভ,
বিনাশের পথে চলছে জগৎ পুড়ে ছাই মনোভাব।
হিংসার গন্ধে ভরেছে বাতাস, দূষণে রুদ্ধ শ্বাস,
মনুষত্ব হারিয়ে গেছে, কোথাও নেই বিশ্বাস।
হাটে বাজারে মাছ নয় আজ বিক্রি হয় শরীর,
বিপন্ন স্বপ্ন অস্তিরতায় লালসা মনেতে ভিড়।
আঁধার রাতে সুরক্ষা নেই,নারী শিশু নিরাপত্তায়?
ভয়,আতঙ্কে ঘুম ভেঙে যায়,শঙ্কা নীরব নৃশংসতায়।
হাঁড়ির খবর সস্তা দামে, পেটে খিদে রাখে অনেকে।
রেশন চালের বস্তা ভর্তি, সমাজ অসুস্থ পাপীরেখে।
ধিক এই পৃথিবী,মাদকের নেশা,ধংস মনুষত্ব,
বিষাদ প্রাচীরে নবী,বুদ্ধ,গৌড় শান্তির আলোচিত্ত।
তবু বিশ্বে এত চাহিদা, এত দাবি, এত যুদ্ধ,
কেন মুছে যায়না সমাজে হৃদয়ের বিকট ক্ষত?
প্রতিপদক্ষেপে বিদ্বেষ আজ,হিংসা- রক্ত -দ্বন্দ্ব
বন্ধুর বুকে শত্রুর মেলা ,মানসিকতায় রিদ্ধ।
এ পৃথিবী জুড়ে ধংসের খেলা,কে দিয়েছে অধিকার ?
বিনাশের পথে এগিয়ে চলা,অসুস্থতার প্রতিকার?