একখানি বনফুলের মালা গেঁথে ছিলাম সেই কবে,
স্নিগ্ধ ভালোবেসে তার গলে পরাবো ভেবে।
হয়নি তা,হয়নি আজও—মালা আছে অক্ষত শুধু,
স্মৃতির আঁচলে বাঁধা এক মধুময় প্রেমের সিন্ধু।
দুর্গম পাহাড়ের নীরব কোণে,একান্তে আমি ,
বানিয়েছিলাম লাল চন্দন কাঠের মুগ্ধ চিরুনি।
তার ঢেউ খেলানো কেশে রাখবো বলে যতনে,
সেই কেশের ঘ্রাণ আজও ঘুরে বেড়ায় মনেপ্রাণে।
চিরুনির গায়ে লেগে আছে ছোঁয়ার সুবাস,
ভাসে আমার নিঃশ্বাসে—ভালোবাসার প্রকাশ।
চন্দনের ঘ্রাণে মেশানো অতীত দিনের গান,
ওর দেখা সেই চোখ দুটোয় জমে থাকা সন্ধ্যাবান।
তবুও অপূর্ণ রয়ে গেল যত না বলা কথা,
ভালোবাসা রয়ে গেল নিঃশব্দে অপার্থক ব্যথা।
ছোঁয়া না-পাওয়ার আর্তনাদে হৃদয় প্রেমে কাঁদে—
সে..নেই, শুধু স্মৃতি খেলে একলা কাব্যসাথে।
ঢেউখেলানো কেশে মুগ্ধ বেণীর যতনে—
তরঙ্গায়িত স্বপ্ন ভাসে প্রেমের অবচেতন মনে।
চন্দনের সেই ঘ্রাণে আজও হৃদয় জাগে প্রেমে,
যেন তার ছোঁয়া মিশে আছে প্রতিটি কাঠের ফ্রেমে।