আমরা দেখি না নিজের ভুল,
নিজের অন্তরে হাজারও গুল।
অপরের দিকে তুলি বটি বাঁশ,
সমালোচনার রিক্ত প্রকাশ।

তেলা মাথায় তেল,সম্মান বাড়ায়,
অপরের দুর্বলতা গুনে শক্তি আদায় ,
নিজের ভুলে চোখ ফিরাই,
অথচ অন্যের দোষে করি বড়াই।

বড় বড় কথা বলি,বিদ্বান হতে চাই,
নিজের অক্ষমতা কভু দেখতে না পাই।
অপরের চোখে আঙুল তুলি,নিজের চোখে ভয়।
ও তো আমার কেউ হয়না,বেশ তো পরাজয়।

যদি নিজেকে বিচার করি,চেতন আত্মায়।
অপরের দোষে নয়,নিজের আত্মসমালোচনায়।
প্রত্যেকের ভিতরই ক্ষুদ্রতা থাকে,আসল রূপটি কার।
তাকে লুকিয়ে রাখি,তবু অন্যকে করি দোষারোপের ভাঁড়।

নিজের ভুলে যদি আঙুল তুলি,
সারা পৃথিবী জুড়ে থাকবে মিল।
শান্ত হবে, হৃদয়ের ভালোবাসায়
সুখে দুঃখে ,মনবুঝে মেলামেশায়।
নিজের ভুল দেখে ,যদি শুধরায়
তবে পৃথিবী এক নতুন রূপ পায়।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~