আমি হারাই,আমি খুঁজি,আমি বোঝাই ব্যথার ভাষা,
সহজে যা পাই,তারে রাখি না,মিথ্যে লাগে তার আশা।
আকাশ যে দেয় আলো-হাওয়া,ধরণী দেয় সোনার ধান,
তাই কি তারে মূল্য দিই? অবহেলায় ভরি প্রাণ!
আমি দেখেছি নদীর কূল,যে দেয় জল বিনা মুল্যে,
সেই নদীর বুকেই বুঝি,পিপাসা মরে কূল হারালে।
আমি শুনেছি বাতাস কাঁদে,ফুলের গন্ধ বহন করে,
কেউ কি বোঝে তারি বেদন?ধুলোয় মিশে পথের পরে।
মায়ের স্নেহ, বাবার ত্যাগ, সহজেই যে পাই রোজ,
তাই কি তারে বাঁধতে পারি, তাই কি তারে রাখি খোঁজ?
ভালোবাসা ধরা দেয় যদি, এক নিমেষে হাতে এসে,
তবে তারে নিঃস্ব করি, হারাই তাকে উপহাসে!
আমি দেখেছি শুষ্ক মরু, কাঁদে যে এক বিন্দু জলে,
আমি শুনেছি কৃষক ফলায়, মাঠের পরে স্বেদ গলে।
যা সহজে মেলে হাতে, সে কি রাখে হৃদয় দখল?
যা কষ্টে আসে জীবনে, তারি প্রতি হৃদয় বিকল!
তাই হে বন্ধু, বুঝে রেখো, সহজ সুখের মিথ্যে দান,
সহজে পেলে সহজ হারাও, নাইকো তাতে প্রাণের টান।
যা আসিবে রক্ত ঝরায়ে, সে-ই থাকবে সারা কাল,
যা আসিবে বিনা মূল্যে, সে মিলায়ে হবে কাল!
এটাই জীবন, এটাই বাস্তবতা,
যা হারায়, তা ফিরে পাবে না , কেবল এক সময়ের অভ্যন্তরীণ কথা।
-----------