মামা হতে চলেছি আমি, আনন্দে ভরে মন,  
তার হাসি-খুশি দেখে ,মন সুখে অমূল্য রতন।
ভাগনা কিংবা ভাগ্নি, মোর বট বা জটের স্বরূপ।  
মামা বলে ডাকবি যে তুই , পাবো অমৃতধ্বনির রূপ।

মামা বলে ডাকবে যখন, স্নেহের আলোয় ঝলমল,  
গলা জড়িয়ে ধরে, কত আবদার রূপকথার গল্প বল।  
গল্পে গল্পে হারিয়ে যাবো, তার চাহনি অবিরত,  
বলবে, "মামা থামো না, গল্প আর বলো, শত শত!"  

বুকে বসে শিখবে অ আ! বলবে এক - এ চন্দ্র।
হৃদয়ে রবে স্নেহ মায়া , তুই যে মামার অলিন্দ।
তোর  হাসি, তোর কান্না, হৃদয়ে গেঁথে রাখবো,  
যতই বড় হোস না তুই, আমি যে তোর বন্ধু চিরকাল থাকবো।  

কান্না থামাতে না পারলে, খেলনা দেবো নতুন,  
তোর হাসি দেখে,আমি থাকবো আনন্দে মাতুল।
কোলে নেবো, চাঁদ মামা  টিপ দিয়ে  যা তো ,
মামা হওয়ার অনুভূতিটা , শৈশব পাওয়ার মতো।