শুন্যতার স্বপ্ন পূর্ণ করতেই
ব্যাকুল হৃদয়
ডাকে তোমায়-
সমপর্ণের বাসনায়।
মিলন রংয়ে রাঙিয়ে দাও
স্বপ্নের প্রাসাদ।
তীব্র আকাঙ্খা, সৃষ্টির আনন্দ আর
জীবন গান সুর তুলুক রক্তকণায়।
সৃষ্টির আনন্দে স্রষ্টার স্বপ্নে উন্মাতাল তুমি
হর্ষোৎকার করলে- "এতদিন পরে এলে!
তুমি বাড়িয়ে দিলে হাত..আলতো করে
নাও ভরো- এবার সখা আমায় পূর্ন করো।"
তোমার স্বপ্নাবেশে আমার কণায় কণায় নাচন ওঠে ...
বলি, অন্তহীন সময় বিশ্বস্ততায়, নি:শর্ত
পাশে থেকো থাকবো আমিও
অতন্দ্র প্রেম নিয়ে জেগে রইব তোমার অপেক্ষায় ।।