সেই গ্রীক উপাখ্যান থেকে বাংলার পল্লীর সাঁঝে
ইতিহাসের গলি ঘুপচি
হৃদয়ের অলিন্দে স্মৃতির ফিনিক্স ডানা ঝাপটায়
কখনো মিলন কখনো বিরহ
কখনো ক্রুশিফাইড কখনো বনবাস
কখনো আর জনমের পথ চেয়ে মনভোলানো
সখা-সখির এইতো ইতিহাস ।।
এতো চিরন্তন এক সম্পর্ক কালে কালে
ছুঁয়েছে অগণন হৃদয়
কত আবেগ কত আঁখিজল
কত সূখ কত রোমান্স
কত ঘাত কত প্রতিঘাত - তবু অটুট
স্মৃতি জাগরনে বাড়ে জ্বালা-
বিরহের পুলিসরাত আর কত পার হবো?
আর কত হাশরের ময়দানে তড়পানি
এবার সমাপনি দাও প্রভু
অন্তহীন মিলনের সমুদ্রাবগাহন !
প্রভু হাসেন অন্তরালে
অস্তিত্বের প্রতিকণা তত্ত্বে সবইতো তাঁর
প্রেম-সূখ, বিরহ-কষ্ট
অনুভবে তীব্রতায় আর্তনাদে লুটিয়ে পড়ি আভূমি
সিজদাবনত হৃদয় কাঁদে ঝরঝর অবোধ প্রার্থনায়।
মহাকালে ।অসীমত্বে
পাইনা খূঁজে নিজেরে
সৌরজগতটাই বিন্দু হয়ে গেলে
মিল্কিওয়ে এক পলকের ভ্রমন পথ -
খুঁজে পাই খুঁজে না পাবার এক সুবিশাল বৃত্তান্ত
শুরু নাই শেষ নাই -চক্রবুহ্যের নিয়ত পরিক্রমা
বাহ্য শুরু শেষ এক চমক-ঝলক সেই নিত্যতার
অধ: উর্দ্ধের বহু মূখি ভ্রমনের এক সময় দরজা-গত্যন্ত ।